নিজস্ব প্রতিনিধি,ব্যান্ডেল- ডাউন দুন এক্সপ্রেসে বস্তা বন্দি অবস্থায় ১২৪টি তাজা কচ্ছপ উদ্ধার।বৃহস্পতিবার সকালের এই ঘটনা। অভিযোগ ডাউন দুন এক্সপ্রেস ব্যান্ডেলে ঢুকতেই বস্তা দেখে সন্দেহ হয় ব্যান্ডেল জিআরপি-র। বস্তা খুলতেই দেখা যায় কচ্ছপ। ঘটনায় রেল পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলি চোরা চালানের উদ্দেশ্যে বাংলায় আনা হচ্ছিল। পরে ধৃতদের চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে।
Views: 246