নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দেশজুড়ে উর্ধমুখী কোভিড সংক্রমন। প্রতিদিন যেমন বাড়ছে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা, তেমনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে আগেই কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের তরফে বলা হয় রাজ্য,কেন্দ্র এবং বেসরকারী হাসপাতালগুলিকে টিকা কিনতে হবে ভিন্ন দামে ,যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একইসাথে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের সভা থেকে তিনি ঘোষণা করেন বাংলার প্রাপ্তবয়স্ক সকলকেই বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার।এদিনের সভা থেকে তিনি দাবী করেন ‘বিজেপি মুখে বলবে এক দেশ এক নীতি, আর টিকার দেওয়ার সময় কেন্দ্র, রাজ্য ও বেসরকারি কে ভাগাভাগি করবে পাশাপাশি তিনি দাবী তোলেন জাতি-ধর্ম-বয়স নির্বিশেষে সবাইকে একই দামে টিকা দিতে হবে। উল্লেখ্য আগেই কোভিশিল্ড প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্র প্রতি ডোজ পাবে ১৫০ টাকায়,রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ নিতে হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা।দামের এই বৈষম্য নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী আর দাবী করেন কেন্দ্র যদি ৬ মাস আগে থেকে রাজ্যগুলোকে টিকা দিত, তাহলে আর কারও করোনা হত না। আগেই প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমাকে ভ্যাকসিন দিন, আমি বিনা পয়সায় সবাইকে দেব।কিন্তু তা হয়নি,আর এখন বলছে ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। কোথা থেকে পাব ভ্যাকসিন ? কারণ আগেই সব টিকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। তাই এই করোনা পরিস্থিতির জন্য মোদিই দায়ী।
Views: 248