নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-বাংলা জুড়ে চলছে রক্তের সংকট,মূলত অত্যাধিক গরমের কারণে ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ায় সমস্যায় পড়েছেন মুমূর্ষু রোগী কিংবা থ্যালাসিমিয়া আক্রান্তরা l তাদের পাশে থাকতে এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ড l রবিবার এই ওয়ার্ড কমিটির উদ্যোগে বৌবাজারে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির l যে রক্তদান শিবিরে তিন শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন l
এদিনের রক্তদান শিবিরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রক্তদান নজির গড়েছে। একই সাথে এলাকার মানুষদের সুবিধার্থে সূচনা হলো একটি অ্যাম্বুলেন্সের, যার সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় l এদিনের এই রক্তদান শিবিরে রক্তদানে উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদের পাশাপাশি চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, পুর পারিষদ সুবীর ঘোষ, স্থানীয় কাউন্সিলর রাজু পাড়ুই সহ অন্যান্যরা l স্থানীয় কাউন্সিলর রাজু পাড়ুই জানান সাধারণ মানুষের সুবিধার্থে পুর পারিষদ সুবীর ঘোষের সহায়তায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো l
পুর পারিষদ সুবীর ঘোষ জানান বর্তমানে বিভিন্ন পরিস্থিতির কারণে ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ায় রক্ত সংকটের কথা জানতে পারছি, ফলে মুমূর্ষু রোগী কিংবা থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীরা চরম সমস্যায় রয়েছে। তাদের পাশে থাকতেই এই রক্তদান শিবিরের উদ্যোগ l স্বাভাবিকভাবেই ওয়ার্ড কমিটির এই প্রচেষ্টায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 37