নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি -আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই পুনরায় গ্রাম বাংলায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবেন-দাবী করলেন বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায়l মঙ্গলবার চাতরা শীতলাতলা এলাকায় দলীয় অফিসে, বৈদ্যবাটি শেওড়াফুলি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের নব গঠিত কর্ম সমিতির তালিকা প্রকাশ করতে গিয়ে শ্যামলেন্দু বাবু জানালেন এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় কোন মাটি নেই ,মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ বাংলার মানুষকে আপ্লুত করে ।তাই বাংলার মানুষ কোন প্ররোচনায় পা না দিয়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবারও বিপুল ভোটে জয়ী করবে l
এদিন নবনির্বাচিত টাউন সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায় টাউন তৃণমূল কংগ্রেসের ৪১ জন নবগঠিত সদস্যদের এবং বৈদ্যবাটি পুরসভার ২৩ টি ওয়ার্ডের তৃণমূল সভাপতিদের নাম ঘোষণা করলেন l শ্যামলেন্দু বাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই এবং হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি এবং চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের অনুমোদিত এই নবগঠিত কর্ম সমিতিদের নাম ঘোষণা করা হলো ।
আমাদের আশা বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেl
Views: 62