নিজস্ব প্রতিনিধি,কোন্নগর-দীর্ঘ দিনের প্রতিক্ষার পুরভোটের শেষে বেরিয়েছি ফল,জল্পনা শেষে সব পুরসভাতে জয়জয়কার তৃণমূল কংগ্রেসেরl হুগলির ১২টি পুরসভার সবকটিতেই পুরপ্রধান উপপুরপ্রধান হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা l নবনির্বাচিত সেই পুরপ্রধান ও উপপুরপ্রধানদের সংবর্ধিত করলো কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েতl
রবিবার কানাইপুরের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুল,মিষ্টি,স্মারক দিয়ে স্বাগত জানান পঞ্চায়েত প্রধান আচ্ছে লাল যাদব, উপপ্রধান কণিকা ঘোষ সহ বিশিষ্টরাlএদিনের অনুষ্ঠানে নবনির্বাচিত পুরপ্রধান ও উপ পুরপ্রধান ছাড়াও সম্বর্ধনা জানানো হয় জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন এবং চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কে l
কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান বিধানসভা নির্বাচনের আগে থেকে বিজেপি যেভাবে কুৎসা রুটিয়েছে, তার যোগ্য জবাব দিয়েছ মানুষl তাই কুৎসা কে প্রতিরোধ করে জয়ী প্রধান দের এই সম্বর্ধনাl তার দাবি আগামী পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল ভালো ফল করবে l
Views: 159