নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-শুভ অক্ষয় তৃতীয়ায় সূচনা হলো হুগলির শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবের। একইসাথে সূচনা হলো ৬২৭ বছরের প্রাচীন এবং ঐতিহ্যবাহী চলতি বছরের রথযাত্রারও ।প্রাচীন নিয়মানুসারে অক্ষয় তৃতীয়ার দিনেই পৃথিবীর যেখানে যত জগন্নাথ দেবের মন্দির আছে সেখানেই প্রভুর চন্দন যাত্রা উৎসব পালিত হয়। সেই উপলক্ষে এদিন সকাল থেকেই চন্দন যাত্রা উৎসবকে ঘিরে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। দলে দলে মানুষজন এসে প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা প্রত্যক্ষ করেন পাশাপাশি এদিন বিশেষ পূজা পাঠ হয়।
মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান বছরের চারটি দিন হচ্ছে খুব শুভ, এর মধ্যে রয়েছে পহেলা বৈশাখ দ্বিতীয়টা হচ্ছে অক্ষয় তৃতীয়া তৃতীয় দিন হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এবং চতুর্থ হচ্ছে বিজয়া দশমী। এদের মধ্যে সবথেকে পুন্য দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। কারণ এই দিনে যা কিছু হয় সবই অক্ষয় হয়ে যায়। যা ভালো করলেও সেটা অক্ষয় হয় কোন খারাপ কাজ করলেও অক্ষয় হয়। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল, মহাভারতের সূচনা হয়েছিল এদিন সত্যযুগ শুরু হয়েছিল এবং এই দিনই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবেরও শুরু হয়।
তাই এই পবিত্র দিনটি বিশেষভাবে আমাদের এই জগন্নাথ মন্দিরে পালিত হয়, সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে চন্দন বেটেছেনএবং সেই থোকা ধোকা চন্দন জগন্নাথ দেব,বলরাম,সুভদ্রার কপালে লেপে দেওয়া হয়েছে। ৬২৭ বছর ধরে নিম কাঠের তৈরি মাহেশের জগন্নাথদেবের এই মূর্তিকেই আমরা পুজো করে আসছি, প্রতিদিনই তার পূজার্চনা হয়। আজকের এই চন্দন যাত্রা যেটা শুরু হল এই পর্ব চলবে আগামী ৪২ দিন পর্যন্ত এবং এই ৪২দিন পরেই শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা,বলতে গেলে এই দিন থেকেই রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়ে গেল।এদিন প্রভুকে দর্শন করতে পেরে খুশি ভক্তরা।
Views: 24