নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া -এক প্রাক্তন টেনিস খেলোয়ারকে মারধর করে তার কাছে থাকা সোনার চেন সহ দামী হাতঘড়ি লুঠ করে নেওয়ার অভিযোগl হুগলীর চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকার ঘটনাlঅভিযোগ প্রাক্তন টেনিস খেলোয়ার অসীম কুমার দত্ত স্থানীয় ডিউক ক্লাবের সম্পাদক,সোমবার রাতে ক্লাবে ঢোকার মুখে বেশ কয়েকজন যুবক অসীমবাবুর পথ আটকায়। অসীমবাবুর অভিযোগ নেতৃত্বে ছিলেন এলাকারই এক প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে। পুলিশকে জানালেও আতঙ্কে ওই প্রভাবশালী নেতার নাম ক্যামেরার সামনে বলতে রাজী নয় অসীম দত্ত। অভিযোগ সেই নেতার ছেলের সামনেই অসীমবাবুকে বেধড়ক মারধর করে দুষ্কৃতিরা। তাঁর গলায় থাকা সোনার চেন হাতের দামী ঘড়ি ছিনিয়ে নেয়। এই ক্লাবে এখন থেকে যেন আর না ঢোকে অসীম দত্ত বলে রিতীমত হুমকি দেওয়া হয়। কোনরকমে পালিয়ে বাঁচে অসীমবাবু। এদিন রাতেই ক্লাবের অন্য সদস্যদের সাহায্যে চুঁচুড়া হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় অসীম দত্তকে। এরপর চুঁচুড়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর রাতের ঝামেলার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অসীমবাবুর দুই চোখে রক্ত জমাট বেঁধেছে। তিনি বর্তমানে চরম আতঙ্কিত। তাঁর কথায় আমি খেলাধুলা ভালোবাসি। ১৯৭৯সাল থেকে ডিউক ক্লাবের সাথে যুক্ত। আজ অবধি এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু সোমবার রাতের এই ঘটনার পর পরিবার নিয়ে চুঁচুড়া শহরে কি ভাবে থাকব সেটাই ভাবছি। অসীমবাবু এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন অন্যায় করলে কেউ প্রশ্রয় পাবে না। আইন আইনের পথে চলবে।
Views: 850