নিজস্ব প্রতিনিধি,কোন্নগর- ১২৫ তম কোন্নগর বইমেলার শুরু হচ্ছে আগামী ১০ই ডিসেম্বর শুক্রবার। কোন্নগর কালীতলার মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টে থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত্রি ৯টা পর্যন্ত। এবারের মেলার থিম “স্বাধীনতার ৭৫”। মেলায় প্রতিবারের মত এবারেও থাকছে পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর প্রকাশনী সংস্থারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কোন্নগর পুরসভার প্রশাসক তন্ময় দেব জানান কোভিড বিধির নিয়মে আয়োজিত এই মেলা প্রাঙ্গণে বইের পাশাপাশি থাকছে পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, শুভমিতা সহ অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। একইসাথে মেলার বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন মন্ত্রী রথীন ঘোষ, ইন্দ্রনীল সেন,বেচারাম মান্না, ডাঃ রত্না দে নাগ,সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কাঞ্চন মল্লিক, স্নেহাশিস চক্রবর্তী, ডাঃ সুদীপ্ত রায় সহ বিশিষ্টরা।
Views: 156