নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-দারিদ্র সীমার নিচে বসবাসকারী বিধবা মহিলাদের আর্থিক সহায়তায় এগিয়ে এলো প্রশাসন। শুক্রবার শ্রীরামপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫৯ জন বিধবা মহিলাদের হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের অন্তর্গত এই প্রকল্পের টাকা তাদের হাতে তুলে দেওয়া হলো।এদিনের অনুষ্ঠানে শ্রীরামপুর পুরসভার মুখ্য প্রশাসক গৌর মোহন দে, উপ প্রশাসক উত্তম নাগ, প্রশাসক মন্ডলীর সদস্য গিরিধারী সাহা, সুপ্রীতি মুখার্জি, কো-অর্ডিনেটর অসীম পন্ডিত, শান্তনু গঙ্গুলি, ঝুমা শীল,তিয়াসা মুখার্জী,রাজীব দত্ত,পুরসভার আধিকারিক উৎপল ব্যানার্জি সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরা। শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌর মোহন দে জানান কোন পরিবারের এক মাত্র উপার্জনকারী সদস্য যদি প্রয়াত হন এবং তাদের বয়স ৬০ বছর এবং দারিদ্র্যসীমার নিচে হয় তাহলে সেই পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে ৪০ হাজার টাকা সাহায্য করে সরকার। সেই রকম ১৫৯ টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো এই চেক। আমাদের জেলায় এর আগে এত বড় করে এই প্রকল্পের কোন অনুষ্ঠান হয়নি ।আগামী দিনেও ধারাবাহিকভাবে এই প্রকল্পের কাজ চলবে। প্রশাসনের এই সহযোগিতায় খুশি পরিবারগুলি।
Views: 311