নিজস্ব প্রতিনিধি,কোন্নগর- সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিক মনজিৎ সিনহার সাথে দীর্ঘদিনের সম্পর্ক প্রেমিকা বি-টেক ছাত্রী পূজা শীলএরl অভিযোগ প্রেমিক আত্মহত্যা করায় পরেই প্রেমিকাও আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার রাতে কোন্নগরের কানাইপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজিৎ সিনহা আসল বাড়ি বর্ধমানের কেতুগ্রামে কিন্তু কর্মসূত্রের সুবিধার্থে কোন্নগর নপাড়ায় দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে থাকতো।পূজা শীল কোন্নগর কানাইপুরে থাকতো।দুজনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের।পূজার মা বলেন কি কারণে আত্মহত্যা করলো জানি না।মেয়ে রাতে বেরিয়েছিলো ঘরে এসেই শোয়ার ঘরে চলে যায়,তার কিছুক্ষন পরেই দেখা যায় ও নিজের ঘরেই পাখার সাথে এই ঘটনা ঘটিয়েছে।মনজিৎ যেই বাড়িতে ভাড়া থাকতো,সেই বাড়ির মালিক ভাস্কর সেনগুপ্ত বলেন লক্ষি পুজোর প্রসাদ দিতে গিয়ে দেখি ঘর অন্ধকার, অনেক ডাকাডাকি করলেও ঘরের দরজা খোলে না সেই দেখে আমরা টালি খুলে দেখি মনজিৎ ওড়নার সাথে ঝুলছে।কিছুক্ষন পরে মনজিৎ-এর বান্ধবী পূজা আসে কিন্তু তাকে ঘরে ঢুকতে দিই নি।পরে পুলিশ এলে জানতে পারি মেয়েটিও আত্মহত্যা করেছেl উচ্চশিক্ষিত এই যুবক যুবতীর আত্মহত্যার পেছনে কি কারণ আছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।

Views: 4324