নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- ঐতিহাসিক শহর শ্রীরামপুর, যে শহরের ঐতিহাসিকতার সাথেই জড়িয়ে আছে সাংস্কৃতিক আবহ। সময়ের সাথেই আজ তা অতীত হলেও সেই আবহ ফিরলো সম্প্রতি শ্রীরামপুর টাউন হলের এক অনুষ্ঠানে l “লহরা সেন্টার ফর পারফর্মিং আর্টস” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক সন্ধ্যা। বিশিষ্ট সেতারশিল্পী শুভ চক্রবর্তী এবং সংস্থার প্রতিষ্ঠাতা পলাশ সরকারের তবলার যুগলবন্দিতে মুগ্ধ উপস্থিত দর্শকরা।
এদিনের সন্ধায় বিভিন্ন অনুষ্ঠানের অন্যতম ছিল গুণীজন সংবর্ধনা, যেখানে বিখ্যাত বেহালা বাদক শিল্পী রুদ্রেন্দ্র নাথ ভট্টাচাৰ্যকে সম্বর্ধনা জানান সংস্থার সদস্যরা। একই সাথে সংস্থার শিক্ষার্থীদের পরিবেশিত গান এবং তবলার ঝংকারে এদিনের অনুষ্ঠান অন্য মাত্রা দেয় পাশাপাশি সঞ্চালক পিয়ালী পাঠকের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান। এদিনের সন্ধ্যায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, ৬ নম্বর ওয়ার্ডের পুরসদস্য পল্লবী ঘোষ সহ বিশিষ্টরা।
সংস্থার প্রধান পলাশ সরকার জানান সাংস্কৃতিক শহর নামে পরিচিত শ্রীরামপুর, একটা সময় এই শহরেই উচ্চাঙ্গ সংগীতের নিয়মিত আসর বসতো, যে আসরে অংশগ্রহণ করেছেন দেশের স্বনামধন্য শিল্পীরা। যদিও সময়ের সাথে সাথেই পরিবর্তন হয়েছে সেই ঐতিহ্য, হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান। সংস্থার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে শ্রীরামপুরবাসী l
Views: 385