নিজস্ব প্রতিনিধি, হুগলি-পিক আপ ভ্যান পাল্টি খেয়ে মৃত দুই। আহত চার। হুগলীর পোলবার রাজহাট দিল্লী রোডের ঘটনা। মৃত দুজনের নাম উত্তম দাস(৪৬) ও ভিম(৪৩) বলে জানা গেছে। মৃত ও আহতরা সকলেই হুগলীর গুপ্তিপাড়ার বাসিন্দাlপুলিশ সূত্রে জানা গেছে গুপ্তিপাড়া থেকে সবজি নিয়ে ধুলাগড় যাওয়ার পথে একটি চারচাকা গাড়ি ওই পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খেয়ে যায়।ঘটনায় ভ্যানের উপরে থাকা ৬জনই গুরুতর জখম হন।আহতদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উত্তম দাস ও ভীমকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
Views: 1768