নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- পেগাসাস কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো তৃনমূল।বৃহস্পতিবার চুঁচুড়া ঘড়ির মোড়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এক বিক্ষোভে সামিল হয় তৃনমূল কর্মীরা। মোবাইলের বিভিন্ন ধরনের কার্টুন নিয়ে পেগাসাসের প্রতিবাদ মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দেয় তৃণমূল নেতৃত্ব। বিধায়কে অসিত মজুমদার বলেন এই সরকার যেভাবে মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তারই প্রতিবাদে আন্দোলনlএখান থেকেই মোদী সরকারের অপসারনের দাবী তুলে ২০২৪-এ তৃণমূল নেত্রী মনতা বন্দ্যোপাধ্যায়কে দেশের মসনদে বসানোর অঙ্গীকার করা হয়l আন্দোলনে বিধায়ক ছাড়াও ছিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটরা এবং অন্যান্য কর্মীরাl
Views: 210