নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-বসন্ত উৎসব কে কেন্দ্র করে দুই ছাত্র গোষ্ঠীর কোন্দলে ভাঙচুর করা হলো দোকানl প্রতিবাদে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ l হুগলির শ্রীরামপুর আরএমএস মাঠের ঘটনাl অভিযোগ বৃহস্পতিবার বিকেলে এই মাঠে বসন্ত উৎসবেরঅনুষ্ঠানের আয়োজন করছিলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেl হঠাৎই সেখানে একদল বহিরাগত যুবক এসে আক্রমণ চালায় অন্য ছাত্র ছাত্রীদের […]