নিজস্ব প্রতিনিধি,কলকাতা-বাংলা এগিয়ে গেল আরেক ধাপ। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের ভোটাভুটিতে পাশ হয়ে গেল বিধান পরিষদ তৈরির প্রস্তাব।দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল বিধান পরিষদ তৈরির সেইমত এবারের বিধানসভা নির্বাচনের আগেও তা আলোচনার স্থরে ছিল। তারপর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃনমূল ক্ষমতায় আসার পর তৈরি হওয়া মন্ত্রীসভায় সেই প্রস্তাবে ছাড়পত্র মিলেছিল, মঙ্গলবার বিধানসভায় ভোটাভুটিতে ২৬৫ জন বিধায়ক ভোট দেন যার মধ্যে পক্ষে ভোট পরে ১৯৬টি এবং বিপক্ষে ভোট পরে ৬৯ টি। যদিও হৈ হট্টগোলের মধ্যেই প্রস্তাবের বিরোধিতা করে ভোটাভুটি করতে চায় বিজেপির বিধায়করা।শেষ পর্যন্ত ভোটাভুটিতে পাশ হয়ে গেল বিধান পরিষদ তৈরির প্রস্তাব।বিল পাশ হলেও এখনই তা আইনে পরিণত হচ্ছে না।এই প্রস্তাবটি লোকসভায় যাবে,সেখানে পাশ হলে তা যাবে রাজ্যসভায় এবং তারপর যাবে রাষ্ট্রপতির কাছে,তিনি সই করলে তখন এই বিধান পরিষদ তৈরির প্রস্তাব আইনে পরিনত হবে। এখন দেখার এই প্রস্তাব কবে পাশ হয়ে বিধান পরিষদ বাস্তবায়ন হয় তা সময় বলবে।
Views: 172