নিজস্ব প্রতিনিধি,উত্তরপাড়া-কোভিড পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম, প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূল কর্মীদেরl মঙ্গলবার উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মোটরসাইকেলকে মৃত সাজিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয় উত্তরপাড়ায়l তৃণমূল নেতা সন্দীপ দাস এর নেতৃত্বে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে মিছিল করেন কয়েকশো তৃণমূল কর্মীl হিন্দমোটর থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় কোন্নগরেl তৃণমূল নেতা সন্দীপ দাস জানান কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে, ফলে সাধারণ মানুষ নাজেহালl তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভl আগামীদিনের দাম নিয়ন্ত্রণ না হলে আমরা লাগাতারভাবে আন্দোলন করবোl
Hits: 222
Spread the love