নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-কোভিড পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার,আরম্বরহীন ভাবেই পালিত হল শ্রীরামপুর মাহেশের ৬২৫ বছরের ঐতিহাসিক জগন্নাথ দেবের স্নানযাত্রা। যদিও কোভিড মহামারীর কারণে মূল স্নানমঞ্চের বদলে বৃহস্পতিবার মন্দিরেই অনুষ্ঠিত হয় এই উৎসব।প্রাচীন রীতি মেনে ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মন দুধ দিয়ে স্নান করানো হলো প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রা কে। কথিত আছে স্নানযাত্রার পরের দিন থেকেই প্রভুর জ্বর আসে এবং এইসময় কবিরাজ এসে চিকিত্সা করে পাচন দেয়, জ্বর কমলে নবযৌবন উত্সবের মধ্যে দিয়ে পূজিত হন প্রভু।এবং তারপরেই রথযাত্রা উত্সব। প্রতিবছর এই স্নানযাত্রা দেখতে প্রচুর মানুষের ভিড় হলেও গত বছরের পর এবারেও নিয়ম রক্ষার উৎসবে পরিণত হয়েছে স্নান যাত্রার এই উৎসব। মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই জৌলুসহীন ভাবেই পালিত হলো এই উৎসব। মন্দিরের সেবাইত অসীম পন্ডিত জানান প্রভুর কাছে তাদের প্রার্থনা ছিল সকলকে সুস্থ রাখার। অনেকদিন পর মন্দিরে প্রভুকে দর্শন করতে পেরে খুশি ভক্তরা। আগামী ১২ ই জুলাই রথযাত্রা উৎসব, যদিও সেই উৎসব হবে নিয়ম রক্ষার, তবুও সকলের একটায় প্রার্থনা কোভিড মুক্ত করে সকলকে সুস্থ রেখো।
Views: 215