নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-মাহেশের জগন্নাথ মন্দির কে কেন্দ্র করে তৈরি হওয়া পর্যটন কেন্দ্রের কাজ চলছে দ্রুতগতিতে,রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র।দাবী রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনlশুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন তিনিl ইন্দ্রনীল বাবু জানান ,মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়ে ছিল।কোভিড পরিস্থিতির কারণে সেই কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির,নাটমন্দির,মাসীর বাড়ি,গঙ্গার ঘাট,ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে।রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়ে যাবে।মাঠ ও রোডের উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। পাশাপাশি এ দিন মন্দিরে একটি প্রশাসনিক বৈঠক হয়, যে বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক দীপাপ্রিয়া পি,শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়,শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়,জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী সহ অনান্যরা।মাহেশ ট্রাষ্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান বৈঠকে তারা খুশি, তারা আশা করেন মুখ্যমন্ত্রী এসে এই প্রকল্পেটির সূচনা করুকl বহু দিনের প্রতীক্ষিত এই প্রকল্পের বাস্তবয়ান হতে চলায় খুশি শ্রীরামপুরবাসীl
Views: 719