নিজস্ব প্রতিনিধি,হুগলি-কয়েক হাজার কোটি টাকা মূল্যের নিউক্লিয়ার বোমা বানানোর উপকরণ উদ্ধার হলো কলকাতা বিমানবন্দরে থেকে। যে ঘটনায় ক্যালিফোর্নিয়াম স্টোন সহ ধৃত হুগলির ২ বাসিন্দা।তাদের একজন শৈলেন কর্মকারl অন্যজন অসিত ঘোষ।প্রথমজনের বাড়ি হুগলীর সিঙ্গুরের পাওনান এলাকার এবং দ্বিতীয়জন পোলবার পাওনান এলাকার বাসিন্দাlঅভিযোগ বুধবার কলকাতা বিমানবন্দরে সি আই ডির হাতে গ্রেফতার হয় এই ২ ব্যক্তি । যাদের থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম স্টোন, যা নিউক্লিয়ার বোমা বানাতে কাজে লাগে। ১ গ্রামের ক্যালিফোর্নিয়ামের দাম ১৭ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম পাওয়া গিয়েছে। যার দাম প্রায় ৪২৫০ কোটি টাকা। যদিও ধৃত সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকারের পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে। স্ত্রী পিয়ালি কর্মকার জানান শৈলেন কর্মকার পেশায় জুয়েলারি ব্যবসা করেন,কর্মসূত্রে কোয়েম্বাটুর থাকতেন কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে সে কিছুদিন আগেই বাড়ি ফেরেl গতকাল সকালে বাড়ি থেকে বের হয়,যদিও তার সাথে সন্ধ্যেবেলা কথা হয়l তারপর এই ঘটনার কথা বৃহস্পতিবার জানতে পারে l স্থানীয়দের দাবী সে পাড়ায় কারো সাথে মেলামেশা করতো নাl অন্যদিকে ধৃত অসিত ঘোষের স্ত্রী রীতা ঘোষ জানান গত কয়েকদিন আগে সে বাড়ি থেকে বের হয় এবং তারপর গত মঙ্গলবার তার সাথে কথা হয়। জমি ব্যবসার পাশাপাশি টেলারিং এর সাথে যুক্ত ছিলেন কিন্তু এই ধরনের কাজের সাথে সে যুক্ত থাকতে পারে নাl স্বাভাবিকভাবেই এই ঘটনায় হুগলির দুই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছেl
Views: 451