নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-দেশজুড়ে শুরু হয়েছে অম্বুবাচী উৎসব, এই সময় দেশের অন্যতম তীর্থক্ষেত্র কামরূপ কামাখ্যা হয়ে থাকলেও বাংলার ঘরে ঘরে মহিলারা ফলাহারের মধ্যে দিয়ে উদযাপন করেন এই বিশেষ দিনগুলিlকোভিড পরিস্থিতির কারণে অনেকেরই হয়তো ফলাহার করার সামর্থ্যটুকু নেই,তাঁদের পাশে থাকতেই বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি এগিয়ে এলো “দুয়ারে অম্বুবাচী” কর্মসূচির মধ্যে দিয়েl বুধবার এই ওয়ার্ডের কোঅডিনেটর তথা বৈদ্যবাটী পুরসভার পুর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে দুই শতাধিক মহিলার হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি উপহারের একটি প্যাকেটl অম্বুবাচীর এই উৎসবে এই ধরনের ফলের প্যাকেট পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাl সুবীর ঘোষ জানান বর্তমান কোভিড পরিস্থিতিতে তারা মানুষের পাশে থাকতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, তেমনই দুয়ারে অম্বুবাচী এই কর্মসূচির মধ্যে দিয়ে অসহায় মহিলাদের পাশে থাকার চেষ্টা করেছেনl অম্বুবাচীর এই বিশেষ দিনে ওয়ার্ড কমিটির উদ্যোগে খুশি স্থানীয়রাl
Views: 534