নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- রাখীর বন্ধনে বাঁধা পড়লো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কর্মসূচী “দুয়ারে সরকার” প্রকল্প।শনিবার হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে,তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে পালিত হলো রাখী বন্ধন কর্মসূচি। যে প্রকল্পের অন্তর্গত স্বাস্থ্য সাথী, রুপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার প্রকল্পের বার্তা তুলে ধরা হয়েছে রাখীর মাধ্যমে এবং সেই রাখী স্থানীয় বাসিন্দাদের হাতে পরিয়ে দেন মহিলা কর্মীরা। বিধায়ক অসিত মজুমদার জানান পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প “দুয়ারে সরকার”। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় এই প্রকল্প বাংলাতে যথেষ্ঠ জনপ্রিয় হয়েছে, সেই প্রকল্পের বার্তা সকলের কাছে পৌছে দিতেই তা পালিত হল রাখী বন্ধন উৎসবের মধ্যে দিয়ে। তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় ফিরে আসার পর গত ১৬ ই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ফের এই প্রকল্পের শিবির।এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হুগলী-চুঁচুড়া পুরসভার প্রশাসক গৌরী কান্ত মুখোপাধ্যায়,উপ প্রশাসক অমিত রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।স্বাভাবিকভাবেই প্রকল্পের বার্তা দিতে অভিনব ভাবনায় রাখী বন্ধনের এই কর্মসূচিতে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 93