নিজস্ব প্রতিনিধি,চন্দননগর-ভুয়ো কোভিড পরীক্ষাকেন্দ্র খোলার অভিযোগে গ্রেফতার দুই। হুগলীর চন্দননগরের ঘটনা। ধৃতদের নাম অর্ঘ্য চ্যাটার্জী(৩৭) এবং প্রসেনজিৎ চক্রবর্তী(৩৩)।চন্দননগরের বাসিন্দা ধৃতদের দুজনের মধ্যেমধ্যেঅর্ঘ্য হাওড়া পুরসভায় স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী।স্থানীয় এক স্কুল শিক্ষিকা অপর্ণা রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে চন্দননগর থানার পুলিশ,প্রাথমিক ভাবে জানা যায় তারা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ১৭০০টাকার বিনিময়ে কোভিড টেষ্ট করতো। ধৃতদের ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ পিপিই কিট, আরটিপিসিআর টেষ্টের আবেদন পত্র, কোভিড টেষ্টের কিট, ৱ্যাপিড টেষ্টের কিট সহ প্যাকেট বন্দি বহু ইঞ্জেকশন সিরিঞ্জ উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়। শনিবার দু’জনকেই চন্দননগর আদালতে তোলা হয়েছে।
Views: 569