নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-আমফানের একবছরের মাথায় আবারও প্রকৃতির চোখরাঙানি। বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে নিন্মচাপ। আবহবিদদের কথামত যার গতিপ্রকৃতি থাকতে পারে বাংলা-উড়িষ্যার উপকূল অঞ্চলে। প্রচন্ড শক্তি সঞ্চয় করে সেই নিন্মচাপ ঘুর্নীঝড় হয়ে আগামি ২৫কিংবা ২৬তারিখ ধেয়ে আসতে পারে। ওমান দেশের নামাঙ্কিত নতুন এই ঘুর্নীঝড়ের নাম হতে চলেছে “যশ”। তার মোকাবিলায় সদা তটস্থ রাজ্য সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।এবারে “যশ” এর মোকাবিলায় হুগলি-চুঁচুড়া পুরসভায় অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক, যে বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, এসিপি ১ পলাশ চন্দ্র ঢালি, চুঁচুড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তী, পুরসভার প্রায় সকল কো-অর্ডিনেটর এবং চুঁচুড়া থানা অন্তর্গত পঞ্চায়েতে গুলির বিভিন্ন দপ্তর অর্থাৎ স্বাস্থ্য, জল, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। “যশ” মোকাবিলায় দপ্তরগুলিকে আগেভাগেই সবরকমের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিন ঘুর্নীঝড় মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানানো হয়,সেই কন্ট্রোল রুম নম্বর হলো ৮২৪০০৫৮৩৯৮
Views: 2904