নিজস্ব প্রতিনিধি,কলকাতা-২০২১ এর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল ১লা জুন এবং উচ্চমাধ্যমিকের শুরুর দিন ছিল আগামী ১৫ জুন থেকে।কিন্তু সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন জুন মাসে এই পরীক্ষা হচ্ছে না। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান এই পরীক্ষা গুলি এখনো বাতিল হয়নি,কোভিড পরিস্থিতি কমলেই হবে এই পরীক্ষা। এবিষয়ে তাঁর সাথে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগের মধ্যেই থাকতে হচ্ছে ছাত্র ছাত্রীদের।গত বছর এই সংক্রমণের প্রভাবে মাধ্যমিক নির্ধারিত সময়ে শেষ হলেও বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষা ফলে ফলাফল বেরিয়েছিল নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পর। এবারেও একই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হতাশ ছাত্র ছাত্রীরা।
Hits: 162
Spread the love