নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর-পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনlহুগলীর সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেঁড়ি এলাকার ঘটনা। কোলকাতা রাজারহাট থেকে বর্ধমান যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হল স্ত্রী মনিকা দেব(৬০), মেয়ে কমলিকা সাধু, নাতি সিবং সাধু(৪)। মারুতি গাড়ি করে দাদু কাজল দেব নিজেই গাড়ি চালিয়ে বর্ধমান আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। পুলিশ গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। আহত দাদু কাজল দেব চিকিৎসাধীন রয়েছে।
Hits: 3493
Spread the love