নিজস্ব প্রতিনিধি-বিগত সাত বছরের শাসনকালে তাঁর উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে তবুও এত বিচলিত হতে দেখেনি দেশবাসী, কিন্তু গত একবছরের বেশী সময় ধরে যেভাবে কোভিড সংক্রমনে মৃত্যু হচ্ছে দেশবাসীর তাতে তিনি আজ অনেকটায় ভারাক্রান্ত। শুক্রবার সেই ছবি উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে মুখে। এল চোখে জল। মুলত শুক্রবার তাঁর নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় কোভিডে আক্রান্ত মৃতদের কথা বলতে গিয়ে তিনি আবেগতাড়িত হয়ে পড়েলন। তিনি বলেন “এই ভাইরাস আমাদের অনেক কাছের মানুষকে কেড়ে নিয়েছে। তাঁদের শ্রদ্ধা জানাই। পাশাপাশি তিনি বলেন যাঁরা তাদের কাছের মানুষকে হারিয়েছেন, সেইসমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।একইসাথে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং কোভিড নিয়ে সামনের সারিতে কাজ করা কর্মীদের ধন্যবাদ জানান।তিনি ইঙ্গিত দেন এই যুদ্ধের সাথে লড়াই আরো দীর্ঘদিন করতে হবে।স্বাভাবিকভাবেই কঠিন মানসিকতার প্রধানমন্ত্রীর চোখে জল অন্য মাত্রা নিয়ে এলো ভারতবাসীর কাছে।
Views: 286