নিজস্ব প্রতিনিধি,ভদ্রেশ্বর- রেল লাইনের ধারে দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক কিশোরের l মৃতের নাম ধীরাজ প্যাটেল(১৫)।ভদ্রেশ্বর এলাকার বাসিন্দা সে। অভিযোগ গতকাল বিকালে তিনজন মিলে রেল লাইনের ধারে গিয়ে ফটোশুট করছিল।সেই সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছিল অন্যজন।তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেল গামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে পাশ করছিল।এক ধাক্কায় ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পাথরের উপর পরে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ময়না তদন্তে। শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গেছে তারামাঝে মধ্যেই টিকটক ভিডিও বানাত। গতকাল সেই ভিডিও বানতে গিয়েই সম্ভবত এই ঘটনা। যদিও পরিবারের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে খুন করা হয়েছে lবন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি। এই মৃত্যুর প্রকৃত কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Views: 2816