নিজস্ব প্রতিনিধি,রিষড়া-কোন দেনা-পাওনার জন্য নয়, গৃহবধূর অপরাধ বৃহস্পতিবারই তার কোভিড রিপোর্ট পজিটিভ হয়েছে এবং এই খবর শোনা মাত্রই শশুর বাড়ির লোকেরা তাকে বাড়ি ছাড়তে বলেন,ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে ঘর ছাড়েন ঐ গৃহবধু। আমানবিক এই ঘটনা হুগলির ডানকুনি এলাকার। গৃহবধূর অভিযোগ গত কয়েকদিন ধরে শারীরিক সমস্যা থাকায় কোভিড পরীক্ষা করান এবং বৃহস্পতিবার সেই রিপোর্ট পজেটিভ রিপোর্ট আসার পরেই শশুর বাড়ি থেকে নিদান দেওয়া হয় বাপের বাড়িতে গিয়ে সুস্থ হয়ে আসার জন্য। বাধ্য হয়ে শ্রীরামপুরে বাপের বাড়িতে ফেরেন কিন্তু সেখানে ছোট্ট একটি ঘরে বাবা, মায়ের সাথে থাকা হয়তো যাবে না তাই বাবা কে সাথে নিয়ে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে যান গৃহবধু কিন্তু সেখানে জায়গা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। হাসপাতাল থেকেই রিষড়া সেবাসদনের কথা জানতে পেরে চলে আসেন রিষড়ায়,স্থানীয় বাসিন্দাদের থেকে ফোন নাম্বার নিয়ে কথা বলেন রিষড়া পুরসভার দায়িত্বে থাকা নোডাল অফিসার আসিতাভ গাঙ্গুলীর সাথে। কোভিড নিয়মঅনুযায়ী কাগজপত্র দেখে তিনি দ্রুততার সাথে ব্যবস্থা করে দেন সদ্য তৈরি হওয়া রিষড়া সেবাসদনের সেফ হাউসে। বর্তমানে গৃহবধুর শুরু হয়েছে চিকিৎসা। নোডাল অফিসার আসিতাভ গাঙ্গুলী বলেন করোনা ভাইরাসের থেকেও মারাত্মক এই ভাইরাস। বর্তমান সমাজ ব্যবস্থায় থেকেও এই ধরনের কেউ আমানবিক কাজ করতে পারে তা ভাবতে পারছি না। পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান আমাদের কর্তব্য পালন করেছি কারণ গত এক বছর ধরেই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় পুরবাসীদের কোভিড চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য এই মারণব্যাধি দূর করে সকলকে সুস্থ রাখা। পুরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে রিষড়ার পুরবাসিন্দারা।
Views: 904