নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হুগলি জেলার বিভিন্ন এলাকা। হুগলির আরামবাগ,চুঁচুড়া,চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমার মধ্যে তুলনামূলক ভাবে আরামবাগে এই সংঘর্ষে আক্রান্তের সংখ্যা বেশী, ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে বলে দাবী রাজনৈতিক দলগুলির।সার্বিক এই পরিস্থিতির নিয়ন্ত্রণে ভোট পরবর্তী হিংসা থামাতে চন্দননগর কমিশনারেটের কমিশনার গৌরব শর্মার সাথে দেখা করলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী।বৃহস্পতিবার চুঁচুড়ায় বেশ কয়েকজন কর্মীকে সাথে নিয়ে সিপির অফিসে আসেন তিনি এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়। আফিস থেকে বেরিয়ে লকেট চ্যাটার্জী বলেন শুধু চন্দননগর ও চুঁচুড়ায় ৭ থেকে ৮ হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। চারিদিকে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। ভোটের লড়াইতে হার জিত থাকতেই পারে কিন্তু এভাবে রক্তক্ষয় হবে কেন! আমি এই হিংসা বন্ধ করানোর জন্যই পুলিশ প্রশাসনকে বলছি। একইভাবে কামারকুন্ডুতে এসপির সাথে দেখা করে একই দাবী জানাবে বলে জানা গেছে।
Views: 78