নিজস্ব প্রতিনিধি,সিঙ্গুর- শশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রী, মেয়ে ও ছেলের সামনেই দুস্কৃতিদের গুলিতে মৃত এক ব্যবসায়ী। শুক্রবার বিকালে হুগলির সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকার ঘটনা। মৃতের নাম মনোজ মন্ডল (৫০)। নাবালক ছেলের দাবী হরিপালের মামা বাড়ি থেকে মোটর ভ্যান চালিয়ে বাবা মা, দিদি ও আমাকে নিয়ে দুর্গাপুর এক্সপ্রেস ধরে ফিরছিল, এই সড়ক লাগোয়া গ্রামের বাড়ি লাগোয়া রাস্তায় বাড়ির কাছে পথ আটকে দুই ছিনতাইবাজ, বাবা কিছু দিতে না চাইলে শুরু হয় বচসা এবং তারপরেই দুস্কৃতিরা বন্দুক বার করে গুলি চালায়। ঘটনস্থলেই লুটিয়ে পড়ে মনোজ মন্ডল। তারপর দূস্কৃতিরা আমাদের মারধোর করে গহনা, ফোন লুঠ করে পালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ মনোজকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ।
Views: 6416