নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-বিশ্ব নারী দিবসে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে সূচনা হলো “সরকারি নার্সিং কলেজ”, যার সূচনা করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। হুগলি জেলায় প্রথম এই ধরনের কলেজের সূচনা হলো।আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ দিনটিতে এই কলেজের সূচনায় খুশি সকলে।মূলত এখানে বিএসসি নার্সিং কোর্সে মেধার ভিত্তিতে প্রতিবছর ৬০ জন করে পড়ুয়া পড়ার সুযোগ পাবেন। চলতি বছরে এই কোর্সে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছে ৬০ জন ছাত্রী।
বিধায়ক সুদীপ্ত রায় বলেন এই ধরনের কলেজ জেলার গর্ব, এখান থেকে পাস করা ছাত্রীরা চিকিৎসা পরিষেবায় সাহায্য করবে। ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার জানান নতুন এই নার্সিং কলেজের ফলে উপকৃত হবেন ছাত্রীরা।ছাত্রী মোনালিসা মান্না বলেন খুব ভালো লাগছে এখানকার পরিবেশে পড়াশোনা করতে পেরে, শিক্ষিকারা দারুনভাবে সহযোগিতা করছে।এদিনের অনুষ্ঠানে বিধায়ক, হাসপাতালের সুপার ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার বিদায়ী প্রশাসক গৌর মোহন দে সহ হাসপাতালের অনান্য কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই শ্রীরামপুরের এই নার্সিং কলেজের সূচনায় খুশি শ্রীরামপুর বাসী।
Views: 1458