নিজস্ব প্রতিনিধি,গোঘাট- কর্মীসভায় যাবার পথে তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এক বিজেপি কর্মীরl পায়ে তার গুলি লাগে l হুগলির গোঘাটের ভাদুর এলাকার ঘটনাl আহত শুভময় কুন্ডু কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হলে পরে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়l আহতর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে lগোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক দাবি করেন এই ঘটনার সাথে যুক্ত তৃণমূল কর্মীরাl কারন তৃণমূল কর্মীরা জেনে গেছে এবারে গোঘাট আসনটি বিজেপি পাবে তাই নতুন করে অশান্তির চেষ্টা করছে যদি গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার বিষয়টি অস্বীকার করেছেl
Views: 230