নিজস্ব প্রতিনিধি, কলকাতা-ডাঃ দ্বারকা নাথ কোটনিস, যার জীবনের অন্যতম ব্রত ছিল সেবা। মহারাষ্টের সোলাপুরে জন্ম নেওয়া দ্বারকা নাথ কোটনিস সামাজিক উন্নয়নের পাশাপাশি চিকিৎসক হিসাবে যথেষ্ট খ্যাতি ছিল। ১৯৩৮সালে চীনা জনগণের জাপানি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইে সাহায্য করতে এদেশ থেকে তাঁকে পাঠানো হয়েছিল ভারতীয় মেডিকেল মিশনের অন্যতম সদস্য চিকিৎসক রুপে। ১৯৪২ সালের ৯ই ডিসেম্বর চিনের রণাঙ্গনে মৃত্যু হয়েছিল এই চিকিৎসকের।তাঁর মৃত্যুর দিনটি পালিত হয় “কোটনিস দিবস” হিসাবে।
সম্প্রতি কলকাতার ভারত সভা হলে পালিত হল তাঁর ৮০ তম মৃত্যু দিবসের স্মরণসভা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার চিনা দূতাবাসের কনসাল জেনারেল মিঃ চা লিইউ, অধ্যাপক ডক্টর রতন খাসনবীশ, সভাপতি ডাঃ মৃগেন গাতাইত, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। চিনা দূতাবাসের কনসাল জেনারেল মিঃ চা লিইউ ডাঃ কোটনিসের স্মৃতিচারণ করে তুলে ধরেন তাঁর কর্মজীবনের বিভিন্ন বিষয়।
পাশাপাশি এদিনের অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর রতন খাসনবীশ একবিংশ শতকের সাম্রাজ্যবাদ প্রসঙ্গে তুলে ধরেন তাঁর মূল্যবান মতবাদ। সংস্থার সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ স্মৃতিচারণ করেন কোটনিসের কর্মজীবনের দিশাগুলিকে। পাশাপাশি সংস্থার দাবী চিকিৎসক কোটনিসের সামাজিক দিশায় তাঁর ভূমিকার বিভিন্ন বিষয়গুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ায় হবে তাদের অন্যতম লক্ষ্য।
Views: 25