নিজস্ব প্রতিনিধি ,শেওড়াফুলি- প্রায় এক বছর আগে লকডাউন পরিস্থিতিতে সংক্রমণ বিধি নিয়ন্ত্রণে শেওড়াফুলি স্টেশন লাগোয়া প্রাচীন পাইকারি বাজার স্থানান্তরিত করা হয় দিল্লি রোড লাগোয়া শেওড়াফুলি কৃষক বাজারে। আরএমসি নিয়ন্ত্রিত সেই বাজারেই চলছে বর্তমানে এই পাইকারী বাজার কিন্তু সেখানে টিকমত পরিকাঠামো না থাকার অভিযোগ দেখিয়ে অনেক ব্যবসায়ী সেখানে যেতে অস্বীকার করে, শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যদিও একটা বড় অংশের ব্যবসায়ীদের দাবী তারা সরকারি নিয়ম মেনেএবং ন্যায্যভাবে সরকারী কর দিয়ে সেই বাজারে ব্যবসা করছেন কিন্তু অন্যরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরানো বাজারে বহাল তবিয়েতে ব্যবসা করছে, ফলে তাদের সমস্যা হচ্ছে। তারই প্রতিবাদে শেওড়াফুলি কৃষক বাজার সমিতির উদ্যোগে বৈদ্যবাটি চৌমাথায় বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ীরা, তাদের দাবি যে কারণে তাদেরকে সরতে হয়েছে অন্যত্র কিন্তু এক অংশের ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই নিয়ম কেন প্রযোজ্য হচ্ছে না,তারা প্রশাসনের সামনেই পুরনো বাজারে ব্যবসা করছেন, তা অবিলম্বে বন্ধ না হলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলন করবে। এই ব্যবসায়ী সমিতির সভাপতি হরিপদ পাল জানান তারা এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে, জেলাশাসক সকলের দ্বারস্থ হলেও কোন সমাধান সূত্র হয়নি ফলে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তারা চায় সরকার অনুমোদিত বাজারে সকল ব্যবসায়ী কে ব্যবসা করতে হবে। তাদের অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে।
Views: 1469