নিজস্ব প্রতিনিধি কলকাতা-পুরনির্বাচনে কলকাতা থাকলো তৃণমূলের দখলে। কার্যত তৃণমূল ঝড়ে বেসামাল হয়ে পড়ল বিরোধীরা। ১৪৪ টি ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল ১৩৪ টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস, ৩টি আসনে বিজেপি,২ টি বামফ্রন্ট, ২টি কংগ্রেস এবং ৩ টি আসন দখল করেছে অনান্যরা। কিন্তু পুর নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্যভাবে ভোট কমেছে রাজ্যের বিরোধী দল বিজেপির, তুলনায় বিধানসভা ভোটে কার্যত শূন্য হাতে ফেরা বামফ্রন্ট এই নির্বাচনে ২ টি আসন পেলেও ভোট শতাংশের হিসাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যেখানে তৃণমূল পেয়েছে ৭২ শতাংশ ভোট, বামেরা ১২ শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি’র ৯ শতাংশ ভোট পেয়েছে।জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছে।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছে এই ফলাফল জনগণের প্রতিফলন নয়, যেভাবে ভোট হয়েছে তাতে এই ফলই প্রত্যাশিত ছিল। অন্যদিকে সিপিএমের সুজন চক্রবর্তী জানান ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল এতকিছু করেও ১০০ শতাংশ ভোট পেল না, এটা লজ্জার। এই ভোট কলকাতা তথা বাংলার মাথা নিচু হয়ে গেল। বিরোধীরা যাই বলুক না কেন তৃণমূলের এই বিপুল জয়ে উচ্ছ্বসিত বাংলার তৃণমূল কর্মীরা।
Views: 69