নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-৬২৬ বছরের রথযাত্রা ফের পালিত হবে ধুমধাম সহকারেl গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল দেশের ঐতিহাসিক মাহেশের রথযাত্রাl সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার রথ যাত্রার প্রস্তুতিও শুরু হয়ে গেছেl বৃহস্পতিবার মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড এক সাংবাদিক সম্মেলন করে জানান প্রাচীন ঐতিহ্য মেনেই এবারে প্রভু জগন্নাথ, বলরাম,সুভদ্রা মাসির বাড়ি যাবেl […]