নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগকে বেসরকারিকরণের পরিকল্পনার প্রতিবাদে পথে নামলো ডাক বিভাগের কর্মী ও পোস্ট অফিসের এজেন্টরা। সাউথ হুগলি পোস্টাল বিভাগের সংগঠনগুলি ও পোস্টাল এজেন্ট সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ১০ই আগস্ট দেশব্যাপী ডাক ধর্মঘট সফল করার দাবীতে শনিবার শ্রীরামপুরে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ মিছিল, যে মিছিলে সামিল হলেন পোস্ট অফিসের কর্মী ও এজেন্টরা। শ্রীরামপুর হেড পোস্ট অফিস থেকে শুরু হওয়া এই মিছিল শ্রীরামপুরের বিভিন্ন অংশে ঘুরে শেষ হয় পোস্ট অফিস চত্বরেই। পরে সেখানেই ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন পোস্ট অফিসের কর্মচারী ও এজেন্ট ইউনিয়নের প্রতিনিধিরা।
মূলত পি ও এস ই বি, পি এল আই, আর পি এল আই, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সহ ডাক বিভাগের বেসরকারীকরন অবিলম্বে বাতিল করা, সমস্ত শূন্য পদে নিয়োগ, নোডাল ডেলিভারি সেন্টার বাতিল করা, ক্যাজুয়াল ও ডি আর এম কর্মীদের নিয়মিতকরণ করা সহ ২০ দফা দাবিতে তাদের এই ধর্মঘট। এনএফপিই সংগঠনের অন্যতম সদস্য শুভেন্দু পান জানান আগামী ১০ই আগস্ট দেশব্যাপী ডাক ধর্মঘট সফল করার দাবিতে আমাদের এই বিক্ষোভ মিছিল কারণ ডাক বিভাগকে বেসরকারিকরন করার কেন্দ্রীয় সরকারের এই চক্রান্ত কোনভাবেই মানবো না, প্রয়োজনে আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে, একই দাবী এফ এন পি ও সংগঠনের অন্যতম সদস্য অরূপ দাসেরl
ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিং এজেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল দাস জানান ডাক বিভাগকে বেসরকারিকরণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করা, এজেন্টদের কমিশন বৃদ্ধি, পরিচয় পত্র প্রদানের দাবীতে তাদের আন্দোলন কারণ স্মল সেভিংসের অধিকাংশ টাকা বিনিয়োগে সহায়তা করে এজেন্ট বন্ধুরা কিন্তু তাদের রুটি রোজগার বন্ধের চেষ্টাকে কোনভাবেই মানবো না, আন্দোলন চলবে। মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের একটা বড় ভবিষ্যৎ পোস্ট অফিস, সেখানেও বেসরকারিকরনের ইঙ্গিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। স্বাভাবিকভাবেই আমজনতার দাবী এই চিন্তা ভাবনা অবিলম্বে বন্ধ করুক কেন্দ্র না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ডাক ধর্মঘটের প্রভাব কতটা পড়ে তা হয়তো সময় বলবে।
Views: 1147