নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া- কলেজ ফেরৎ তরুনীর কাছে মদের টাকা দাবী, না দেওয়ায় শ্লীলতাহানি মদ্যপ দুই যুবকের, প্রতিবাদে আক্রান্ত তরুন সহপাঠীl হুগলীর চুঁচুড়ার কানাগর এলাকার ঘটনাl অভিযোগ একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ২য় বর্ষের এক ছাত্রী কলেজ থেকে বেড়িয়ে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেসময় একটি টোটোতে করে দুই যুবক আসছিল। একজন টোটো চালাচ্ছিল। অন্যজন বসেছিলো। অভিযোগ দুজন ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে দেখে টোটো দাঁড় করায়। এরপর ওই ছাত্রীর কাছে মদের টাকা দাবী করে বলে অভিযোগ। টাকা না দেওয়াতেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে দুই যুবক বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে দুজনে টোটো নিয়ে চম্পট দেয়।
এরপর পিছনেই ওই ছাত্রীর এক পুরুষ সহপাঠী বাইক নিয়ে ধাওয়া করে টোটোটিকে ধরেl টোটোতে থাকা একজন আধলা ইট ছুঁড়ে মারে ছাত্রকে। ঘটনায় মাথা থেকে হেলমেট পরে যায়। তরুন ছাত্রের মুখে ইটের আঘাত লাগে। ততক্ষনে স্থানীয়রা এক যুবককে ধরে ফেলে। অন্য জন পালিয়ে যায়। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থলে আসে কলেজ কর্তৃপক্ষও। তাঁরা এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান। যদিও অভিযুক্ত বিষয়টি অস্বীকার করেছে l
Views: 310