নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করল শ্রীরামপুরের আনন্দমেলা শিশু তীর্থ। কে এম সা স্ট্রীটের এই ক্লাবটি শ্রীরামপুরের মধ্যে অন্যতম ব্যান্ড বাজানোর ক্ষেত্রে। কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে ক্লাবের ছাত্রছাত্রীরা কার্যত গৃহবন্দি কিন্তু নেতাজির জন্ম জয়ন্তী দিনটিকে মানুষের মধ্যে পৌঁছে দেবার লক্ষ্যে সংস্থার উদ্যোগে এখানে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা শ্রীরামপুরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় ক্লাব প্রাঙ্গনে, যে শোভাযাত্রায় সংস্থার কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। একই সাথে ক্লাব চত্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ডের বিভিন্ন মডেল তুলে ধরেন ক্লাবের ছাত্র-ছাত্রীরা। সংস্থার অন্যতম সম্পাদক গৌতম সা জানান কোভিড পরিস্থিতির কারণে কার্যত সকলেই বিপর্যস্ত, এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর বিশেষ দিনটিতে সকলের মধ্যে দেশাত্মবোধ পৌঁছে দিতেই এই পরিকল্পনা, আমরা চাই এই ভাবেই তিনি মানুষের মধ্যে বেঁচে থাকুক চিরকাল। স্বাভাবিকভাবেই আনন্দমেলা শিশু তীর্থর এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
Views: 342