নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি-দীর্ঘদিন প্রতীক্ষার পর কয়েক মাস আগেই রাজ্যজুড়ে হয়েছে পুর নির্বাচন, একইভাবে হুগলি জেলার ১২ টি পুরসভা ও একটি পুরনিগমের নির্বাচন হয়েছে। যার সবকটিরই ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু গত পুর নির্বাচনে কয়েকটি পুরসভায় দলীয় টিকিট না পাওয়ার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন বেশ কয়েকজন তার মধ্যে উল্লেখযোগ্য বৈদ্যবাটি পুরসভা। ২৩টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় দলীয় টিকিট না পাওয়ায় কয়েকজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তার মধ্যে তিনজন জয়ী হন।যদিও এই তিন জয়ী প্রার্থীর মধ্যে অন্যতম দেবরাজ দত্তকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল সাসপেন্ড করে তবুও তিন প্রার্থীকে আটকানো যায়নি নির্বাচনের ফলাফলে। বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডের রাজু পারুই তৃনমূল নেতা শ্যামলেন্দু মুখার্জিকে পরাজিত করে জয়ী হয়, ২০ নম্বর ওয়ার্ডে হরিপদ পাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাস পোদ্দারকে পরাজিত করে জয়ী হয় এবং ১৭ নম্বর ওয়ার্ডের দেবরাজ দত্ত তৃনমূল নেত্রী অঞ্জনা মৈত্রকে পরাজিত করে জয়ী হয়। যদিও অভিযোগ একুশে জুলাই এর প্রচারে এই তিন নির্দল প্রার্থী মূল স্রোতের প্রচারে স্বমহিমায় স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে দলীয় নেতাদের মধ্যে বিতর্ক।
পুরএলাকার তৃণমূল নেতা শ্যামলেন্দু মুখার্জির দাবী দলীয় শৃঙ্খলা কেউ এরা মানছে না কারন দলই নির্দেশ দিয়েছিল এদেরকে মূল স্রোতে ফেরানো হবে না কিন্তু তারপর কাদের নির্দেশে এরা দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে তা জানা নেই, বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা উচিত। যদিও দল থেকে সাসপেন্ড হওয়া জয়ী নির্দল প্রার্থী দেবরাজ দত্তের দাবী আমরা তৃণমূলেই ছিলাম-আছি-থাকবো, সাময়িক কারণে সমস্যা তৈরি হয়েছিল। আরেক জয়ী প্রার্থী রাজু পারুই জানান দীর্ঘদিন দলের যুব কমিটির দায়িত্বে রয়েছি তবে দল কেন টিকিট দেয়নি তা আমি জানিনা,তবে জয়ী হয়ে প্রমাণ করে দিয়েছিl তাই তৃণমূলে ছিলাম তৃণমূলই থাকবো। অন্য জয়ী নির্দল প্রার্থী হরিপদ পাল বলেন মমতা ব্যানার্জিকে দেখেই দল করেছি স্বাভাবিকভাবেই তৃণমূলের সব কর্মসূচিতে রয়েছি।
যদিও তৃণমূলের একাংশের অভিযোগ রাজু এবং হরিপদ এলাকার তৃণমূলের আরেক নেতা সুবীর ঘোষের অনুগামী তার মদতেই এরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছে তবে সুবীরবাবুর দাবী সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এই দুই জয়ী নির্দল প্রার্থী দলের কাজকর্ম, নীতিতে বিশ্বাসী তাই তারা আগের মতই কাজ করছে। চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন জানান কেউ দলীয় আবেগে কাজ করলে কিছু বলার নেই তবে অফিশিয়ালি এরা কেউ দলে যোগ দেয় নি। স্বাভাবিকভাবেই ২১ শে জুলাইয়ের আগে নির্দল প্রার্থীদের মুল স্তরে প্রচার ঘিরে শুরু হয়েছে জল্পনা।
Views: 440