নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-দেওর-বৌদি অবৈধ সম্পর্ক,আত্মঘাতী দেওর, মাথার চুল কেটে শরীরে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো বৌদিকে l সোমবার বিকেলে হুগলির চুঁচুড়ার ঘুটিয়াবাজারের শেফালিবাগান এলাকার ঘটনা। অভিযোগ বছর কয়েক আগেই সম্পর্কে ইতি পরলেও মাসখানেক আগে সেই পুরনো প্রেমের প্রস্তাব আসে বৌদির কাছে। মাস্তুতুতো দেওর চন্দন দাসের এই প্রস্তাব পরিবারের কথা ভেবে আর নতুন করে সেই সম্পর্কে সাড়া দেয়নি বৌদি। ফলে আত্মহননের পথ বেছে নেয় দেওর।স্থানীয় সূত্রে খবর ২০১৪সালে ওই এলাকার এক তরুনের সাথে পাড়ারই এক তরুনীর বিয়ে হয়। বিয়ের পরই চুঁচুড়া বুনোকালিতলা নিবাসী তরুনের মাসতুতো ভাই চন্দন দাসের সাথে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়ায় তরুনী। বছর দুয়েক পর সেই সম্পর্ক জানাজানি হতেই ঘরোয়া মিমাংসার মাধ্যমে দেওর-বৌদির সম্পর্কে ইতি পরে। তারপর থেকে চন্দন আর বৌদির বাড়িতে যেত না। কিন্তু সম্প্রতি পেশায় রাজমিস্ত্রী চন্দন আবার বৌদির বাড়িতে যাতায়াত শুরু করেছিলো বলে অভিযোগ।আক্রান্ত মহিলার অভিযোগ ফের সম্পর্ক না তৈরি না করলে তাঁর দেড় বছরের কন্যা সন্তানকে চন্দন মেরে ফেলারও হুমকি দেয়। কিন্তু নতুন করে সেই সম্পর্ক কোনভাবেই শুরু করতে চায়নি ওই মহিলা। চলতি মাসের ২৪ তারিখ রাতে চন্দন নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।কিন্তু আত্মহত্যার ৫দিন পর হঠাৎ করে বৌদির বাড়িতে চড়াও হলো দেওরের পরিবার সহ প্রতিবেশীরা। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে প্রকাশ্যে চুল কেটে নেওয়া হলো বৌদির। সাড়া শরীরে লঙ্কা গুড়ো ডলে দেওয়া হল। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করলো আক্রান্ত বৌদিকে।এই ঘটনায় আতঙ্কিত পরিবারটি। এবিষয়ে মঙ্গলবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রাম্ত মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Views: 905