নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দিরে স্থাপিত হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা, এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ।এই উপলক্ষে রবিবার শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ। ঠাকুরের মূর্তি স্থাপন কে ঘিরে সকাল থেকে প্রচুর ভক্তসমাগম হয় মন্দির প্রাঙ্গনে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পর্যটন মানচিত্রে এই মন্দিরকে স্থান দেওয়ার, তারই ইচ্ছামতো গত দু’বছরের সেজে উঠেছে এই মন্দির প্রাঙ্গন। কথিত আছে এই মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা এসেছিলেন স্বাভাবিকভাবেই মন্দির সংস্কারের পর চিন্তাভাবনা চলছিলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও বিবেকানন্দের মূর্তি স্থাপনের।
সেই মতো এখানকার এক ভক্ত তথা আম্বেদকর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সোমা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় স্থাপিত হল এই মহাপুরুষদের মূর্তি। সোমা দেবী জানান যে ছোট থেকে তিনি জগন্নাথের ভক্ত। তাই খুব ইচ্ছে ছিল এই মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ, সারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি স্থাপন করার। যাতে ঐতিহাসিক এই স্থানে প্রতিদিন আসা ভক্তরা এই মহাপুরুষদের দর্শন করতে পারেন।যা আমার কাছে সব থেকে বড় পাওনা।মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের প্রধান পিয়াল অধিকারী জানান ঠাকুরের মূর্তি স্থাপন কে ঘিরে ভক্তদের মধ্যে সকাল থেকে উৎসাহ দেখা গেছে। প্রচুর মানুষ এসে প্রভু জগন্নাথদেব কে দর্শনের পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা এবং বিবেকানন্দের মূর্তিতে প্রণাম করে গেছেন। এই উপলক্ষ্যে সারাদিন ধরে বিশেষ পুজোপাঠের পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরনের ব্যবস্থা করা হয়।খুশি মন্দির প্রাঙ্গনে আসা ভক্তরা।
Views: 738