নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-শ্রীরামপুর পুরসভায় গঠিত হলো পুরবোর্ডl ২৯টি ওয়ার্ড বিশিষ্ট শ্রীরামপুর পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হল সোমবারl নতুন রূপে তৈরি শ্রীরামপুরের টাউন হলে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তীl এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাটl২৯ টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় তৃণমূল ২৫ টি আসনে, সিপিএম ১টি, কগ্রেস ১টি ও ২টি আসনে জয়ী হয় নির্দল প্রার্থীরাl সোমবারের শপথগ্রহণ শেষে পুরপ্রধান নির্বাচিত হলেন গিরিধারী সাহা ও উপ পুর প্রধান হলেন উত্তম নাগl একই সাথে চারজন পুর পারিষদ নির্বাচিত হলেনl পূর্ত ও সোয়ারেজ বিভাগের দায়িত্ব পেলেন সন্তোষ সিং,জল এবং আলোর দায়িত্ব পেলেন গৌরমোহন দে, জঞ্জাল এবং জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব পেলেন পিন্টু নাগ এবং স্বাস্থ্য ও আরবান বিভাগের দায়িত্বে এলেন তিয়াসা মুখার্জিlপুরপ্রধান গিরিধারী সাহা জানান শ্রীরামপুর শহরের সার্বিক উন্নয়ন করাই হবে তাদের একমাত্র লক্ষ্যlস্থানীয় বাসিন্দারা চাই দলমত নির্বিশেষে সকলের পাশে থেকে কাজ করুক পুরসভাl
Views: 744