নিজস্ব প্রতিনিধি,হুগলি- পাঁচটা নাইন এমএম পিস্তল ও একটি নাইন এম এম কারবাইন সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।হুগলির ডানকুনির ঘটনাl ধৃতের নাম অমর কুমারl প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনির দুই নম্বর জাতীয় সড়কের মাইতি পাড়া এলাকায় অপেক্ষা করে এসটিএফ এর কর্মীরাl সেখানেই বিহারের মুঙ্গের থেকে কলকাতা গামী একটি বাস থামিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। শুক্রবার ধৃতকে পেশ করা হয় শ্রীরামপুর আদালতে।
Hits: 108
Spread the love