নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-নির্দিষ্ট নিয়ম মেনে শ্রীরামপুরে সকাল থেকে শুরু হয়েছে পুনঃ নির্বাচন প্রক্রিয়াl শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়াlএই বুথে ভোটার সংখ্যা ৯৫২ জনl প্রশাসনিক সূত্রে জানা গেছে গত রবিবার নির্বাচন চলাকালীন এই কেন্দ্রে অতিরিক্ত ভোট হবার অভিযোগ রয়েছে,একইসাথে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে ছাপ্পা ভোট হওয়ার অভিযোগে রয়েছে একইসাথে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরাl মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট প্রক্রিয়াl ভোট দাতাদের দাবি তারা চায় ভোট হোক শান্তিপূর্ণভাবেl
Hits: 421
Spread the love