নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার l হুগলির শ্রীরামপুরের রাজবাড়ি গঙ্গার ঘাট থেকে উদ্ধারl স্থানীয় বাসিন্দারা সকালে দেখতে পায় গঙ্গার ঘাটে অপরিচিত এক মহিলার মৃতদেহ পরে থাকতে। খবর দেওয়া হয় শ্রীরামপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়।মহিলার পরিচয় জানার চেষ্টা করেছে পুলিশ।পাশাপাশি কিভাবে মৃতদেহ এখানে এলো কিংবা এর পিছনে অন্য কোন রহস্য আছে কিনা তার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
Views: 5347