নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি- কোথায় গেল আইপ্যাক? দালালি করার সময় অনেক লোক পাওয়া যায় কিন্তু কাজ করার সময় রয়েছি আমরা,শিরদাঁড়া সোজা করে কাজ করি- দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের lরবিবাসরীয় প্রচারে বৈদ্যবাটি এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করার সময় এভাবেই তিনি আইপ্যাক এর সমালোচনা করলেন একইসাথে তার দাবি ভোটের ময়দানে বিধায়করা টিকিটের জন্য বলতে পারে কিন্তু প্রচারে তাদের দেখা নেই পাশাপাশি নির্দল প্রার্থীদের বহিস্কারের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেনl উল্লেখ্য নির্দল প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে নামার জন্য শনিবারে হুগলি জেলার কয়েকজন প্রার্থী কে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্বl সাংসদের এদিনের প্রচারে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব l
Views: 253