নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-এই নিয়ে পর পর দুইবার, এবারেও ৬২৫ বছরের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা স্থগিত হয়ে গেলোl পুরীতে ভক্ত ছাড়া রথযাত্রা হলেও মাহেশে কিন্তু নমো নমো করেই আগামী ১২ জুলাই রথযাত্রা হবেl জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান করোনা কালে যাতে বিপুল জনসংখ্যা না হয় তার কথা মাথায় রেখেই মন্দিরের ট্রাস্টি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে ।যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কেনো সিদ্ধান্ত জানানো হয় নি।রথের দিন মন্দির চত্ত্বরেই অস্থায়ী মাসির বাড়ি তৈরী করা হবে,সেখানেই জগন্নাথের প্রতিরুপে শিলাখন্ড যাবে মাসীর বাড়ি এছাড়াও আগামী ২৪ তারিখে জগন্নাথের স্নানযাত্রা হবার কথা, কিন্তু এবারেও আর মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির মাঠে নয়, মন্দিরের ভেতরেই হবে স্নান যাত্রা।স্থানীয় বাসিন্দা পিয়ালী চক্রবর্তী জানান সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য, তাই এই ঘোষণায় কার্যত হতাশ লাগছে, প্রভুর কাছে প্রার্থনা করি এই মহামারী দূর করে সকলকে সুস্থ রেখোl
Views: 377