নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- পোস্ট অফিসে আধার কার্ড করতে এসে দালালদের হাতে আক্রান্ত কলেজ ছাত্রী l বান্ধবী কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় অন্য এক ছাত্রীl হুগলির শ্রীরামপুর হেড পোস্ট অফিসের ঘটনাl শ্রীরামপুর কলেজের ছাত্রী অঙ্কিতা বিসওয়ালের অভিযোগ সে ভোরবেলা থেকে লাইন দেওয়ার পর নির্দিষ্ট সময়ে পোস্ট অফিস খুলতেই ষষ্ঠী নামের স্থানীয় এক দুষ্কৃতী তাকে লাইন থেকে সরে যেতে বলে কিন্তু সে না সরলে তাকে মাটিতে ফেলে আক্রমণ করা হয়l তার দেহের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে l পরে অঙ্কিতা শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলে ওই দুষ্কৃতী তাকে খুন করার হুমকি দেয়l এই পোস্ট অফিসে আধার মোবাইল লিংক করতে আসা ডালিয়া ভট্টাচার্য জানান এখানে দালাল চক্র কাজ করছে, পয়সার বিনিময়ে কাজ হচ্ছে তার ফলে নাজেহাল হতে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা মানুষদের। আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিকl শ্রীরামপুর পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সিনিয়ার পোস্টমাস্টার অভিজিৎ নন্দী জানান বিষয়টি তারা খতিয়ে দেখছে, তারা চায় পুলিশ ব্যবস্থা নিকl ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ এসে শুরু করেছে তদন্ত যদিও অভিযুক্ত পলাতক।
Views: 3877