নিজস্ব প্রতিনিধি, কলকাতা- দেশ সেবায় ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য,তাই যে কোন কঠিন পরিস্থিতিতে তিনি ছিলেন অবিচল।প্রবাদপ্রতিম সেই মানুষটি হলেন ডাঃ দ্বারকা নাথ কোটনিস। মহারাষ্টের সোলাপুরে জন্ম নেওয়া দ্বারকা নাথ কোটনিস সামাজিক উন্নয়নের পাশাপাশি চিকিৎসক হিসাবে যথেষ্ট খ্যাতি ছিল, তাঁরই স্মৃতিতেই আজ থেকে পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছিল ডাঃ দ্বারকা নাথ কোটনিস স্মৃতিরক্ষা কমিটি, সম্প্রতি যে কমিটির সুবর্ণজয়ন্তী বর্ষ পালিত হলো কলকাতার ভারত সভা হলে।গানে, কবিতায় এবং আলোচনার মধ্য দিয়ে বিশিষ্টদের সান্নিধ্যে অনুষ্ঠিত হলো এক বর্ণময় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে ডাঃ কোটনিসের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের সভাপতি ডাঃ মৃগেনন্দ্র নাথ গাঁতাইতের পাশাপাশি সমাজের বিশিষ্টরা।
সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ তুলে ধরেন সামাজিক প্রেক্ষাপটে নিজের জীবন বিপন্ন করে তাঁর লড়াই সংগ্রামের কথা একইসাথে এই সংগঠনের গুরুত্বের কথা তুলে ধরেন । সংস্থার সম্পাদক শ্যামলবাবু জানান সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এই সংস্থা পশ্চিমবঙ্গের ১৫টি এলাকায় নিয়মিত দরিদ্র মানুষের জন্য আকুপাংচার চিকিৎসার ক্লিনিকসহ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, ত্রাণ কর্মসূচি এবং সাংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে চলেছে।আগামীদিনে তাঁদের লক্ষ্য ডাঃ দারকানাথ কোটনিসের মতাদর্শ সকলের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্যেই কাজ করে চলেছেন সংস্থার কর্মীরা।
Views: 37